বগুড়া প্রতিনিধি: বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি নিয়ে অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের আয়োজনে ‘বিজয়ের বন্দনা’ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কবি-সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিজনদের পদচারনায় পুরো অনুষ্ঠানস্থল মুখরিত ওঠে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বগুড়ার শেরপুর পৌর শহরের রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলে অপরাজিত সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন ও আবৃত্তিশিল্পী কুলছুম শেলী’র উপস্থাপনায় বিজয়ের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
কবি রাহমান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, বগুড়া জেলা পরিষদ সদস্য মো. মোস্তাফিজার রহমান ভূট্টো ও শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনায় অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ খান, গাজী মো. আবু আলম, গাজী রুহুল আমীন, কবি মুহম্মদ রহমতুল বারী ও কবি শিবলী মোকতাদির।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজিপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হাফিজুর রহমান টিটু, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার ও রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলের পরিচালক হাসানুর রহমান হাসান। অনুষ্ঠানে বিজয়ের স্বরচিত কবিতা পাঠ করেন কবি লতিফ আদনান, শাহ আলম, জাহান রহিম ও আবু সাঈদ ফকির। বিজয়ের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী কুলছুম শেলী এবং বিজয়ের গল্প পাঠ করেন, সাংবাদিক রাশেদুল হক ও মামুনুর রশীদ চৌধুরী। সূধীজনদের এই প্রাণোচ্ছল আড্ডা অনুষ্ঠিত হয়।