13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তালেবানরা বাগদাদিকে খলিফা মানতে নারাজ

admin
December 20, 2015 1:06 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান তালেবান।  শনিবার এক বিবৃতিতে তালেবান এ ঘোষণা দিয়েছে।

গত বছর বাগদাদি এক ভিডিওবার্তায় নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আফগান তালেবান ওই বছরই বাগদাদিকে খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছিল।

শনিবার পাকিস্তান তালেবানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাগদাদি খলিফা নয়। কারণ ইসলামে খলিফা মানে হচ্ছে, সমগ্র মুসলিম বিশ্বের ওপর তার ক্ষমতা থাকবে। কিন্তু বাগদাদির তা নেই। তার ক্ষমতা কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগোষ্ঠীর ওপর সীমাবদ্ধ। এ ছাড়া বাগদাদি ইসলামিক খলিফা নন এ কারণে যে, তাকে ইসলামিক আইন অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়নি।

প্রসঙ্গত, আফগান ও পাকিস্তান তালেবান পৃথকভাবে পরিচালিত হয়। তবে দুটি সংগঠনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান তালেবান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে সেখানে শরিয়াহ আইন চালু করতে চাইছে। সংগঠনটির এই বিবৃতি প্রমাণ করছে, আইএসের উত্থানে ভীত হয়ে পড়ছে তালেবান।

http://www.anandalokfoundation.com/