ভয়াবহ আগুনের কবলে রাজধানী দিল্লি। দিল্লির উত্তর পশ্চিমাংশে একটি কাপড়ের গুদামে বীভৎস আগুন লাগার ঘটনা ঘটছে। আগুনের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন।
জানা যাচ্ছে, রাত সাড়ে ১২ টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। তিনতলার ওই বিল্ডিংয়ে কাপড়ের গুদাম ছিল একেবারে নীচে। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে আগুন নেভানোর তেমন কোনও ব্যাবস্থা ছিল না। পাশাপাশি সিঁড়ির সংখ্যাও ছিল একটি।
আহতদের দ্রুত উদ্ধারের পর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও অন্যান্য নিকটবর্তী হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, উত্তর দিল্লিতে ডিসেম্বরে ভয়াবহ আগুন লেগেছিল, সেখানে মৃত্যু ঘটেছিল ৪৩ জনের। সেবারের ঘটনায় কারখানার বেশিরভাগ শ্রমিক ঘুমিয়ে ছিলেন, ফলে মৃত্যুর কবলে পড়েন অনেকে।
এরপর মাস ঘুরতে না ঘুরতেই ফের একবার আগুনের কবলে রাজধানী শহর। আরও একবার বেয়াব্রু হ্যে পড়ল রক্ষণাবেক্ষণের বেহাল দশা ।