13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিজেএমসি’র পাট ক্রয় তদারকিতে মন্ত্রণালয়ের ১৫ টিম

admin
September 24, 2019 8:44 pm
Link Copied!

বাংলাদেশ জুটমিল করপোরেশন (বিজেএমসি)’র মিলগুলোতে পাটক্রয় সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনয়ন, মানসম্মত পাটক্রয় নিশ্চিতকরণসহ যে কোন অনিয়ম ও ত্রুটি দূরীকরণের লক্ষ্যে সকল পাটক্রয় কেন্দ্র তদারকি করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পনেরটি টিম গঠন করা হয়েছে। চলতি পাটের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্য মূল্যে পাটক্রয় নিশ্চিত করতে এ টিম কাজ করবে।

গঠিত দলগুলো পাট ক্রয়কালীন মৌসুমে প্রতি মাসে অন্তত এক বার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাটক্রয় সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ ও মনিটরিং করে সাপ্তাহিক প্রতিবেদন দাখিল করবে। পাটক্রয় কেন্দ্র সংক্রান্ত কোন অনিয়ম বা সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের সার্বিক নির্দেশনা প্রদান করবে।

উল্লেখ্য, বিজেএমসি প্রতিবছর নিজস্ব পাটক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পাটকিনে থাকে। বিগত মৌসুমে বিজেএমসি ৯৮টি কেন্দ্রের মাধ্যমে পাটক্রয় সম্পন্ন করেছে। এবছর বিজেএমসি ৫৭টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছে ।

http://www.anandalokfoundation.com/