13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জলাবায়ুপরিবর্তন ও কীটনাশকের ক্ষতিকর প্রভাবে বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির পাখি

admin
September 23, 2019 6:49 pm
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়(আশাশুনি)সাতক্ষীরা: জলবায়ু পরিবর্ত ও কীটনাশকের প্রভাবে আশাশুনিতে পতঙ্গভুক বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুপরিচিত এসব পাখির মধ্যে রয়েছে বউকথা কও, পাতিহাঁস ,সরালী, রাতকানা ,কানাবক, লালবক, জ্যাঠাবক, জলকুকুট ঠোঁটভাঙ্গা, ধুসরকোয়েল, তোতাপাখি, ঝেজেঘুঘূ, ধলাঘুঘু,   সুইচোর, ডাহুক, পানকৌড়ি, দৈরাজ, সাতভায়রা, মাছরাঙ্গা, ডুবডুবি, গাংচিল, ফেচকে, কাঠটোকরা, চাকলা, দোলকমল, দইরাজ প্রভৃতি।

এ ব্যাপারে পরিবেশ বিঞ্জানিদের মত হলো,এ ধরনের কীটনাশকের অব্যাহত ব্যাবহারের ফলে শক্তিশালী প্রাণীদেহের বিষক্রিয়া সৃষ্টি কর্ধেসঢ়; এসবের প্রতিক্রিয়ায় স্ত্রী পাখির জননতন্ত্রের স্বাভাবিক ক্রিয়ার ব্যর্থতায় পাখিকুল বিলুপ্ত হচ্ছে।কীটনাশকের মধ্যে ডিডিটির প্রভাব সবচেয়ে দীর্ঘস্থায়ী ও মরাত্মক।পরিবেশ বিঞ্জনিদের উদ্ধৃতি দিয়ে আশাশুনি প্রানি সম্পদ কর্মকর্তা জানান,ভিটামিন ও খাদ্যে ক্যালসিয়ামের অভাবে পাখি ও হাঁসমুরগির ডিমের খোসা পাতলা হয়।

ডিডিটি এসব প্রানিদেহের ক্যালসিয়াম বিপাক ও তার অতি প্রয়োজনীয় উৎসেচক কার্বলিক অ্যানহাউড্রেন প্রবাহ নিবৃত্ত করে,বাধাপ্রাপ্ত হয় লিভার থেকে নির্গত উৎসেচক অস্টোজেন।এ জন্য ডিমের খোসায় ক্যালসিয়ামের অস্তরন ঠিকমত জমে না।খোসাহয় নরম।অনেক সময় আবার খোসাই হয় না।ফলে ডিম নষ্ট হয়ে যায়।সাতক্ষীরা প্রানি সম্পদ বিভাগ সূত্রে জানা যায়,নব্বই দশকে সাতক্ষীরা জেলার বিরাট অংশ জমিতে আগাছা নাশক কীটনাশক ও জমিশোধক রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়েছে।

এসব রাসায়নিকের মধ্যে উল্লেখ যোগ্য হলো,লিবাইমিড,ড্রাইমেক্রন,কারবিক্রন,ডায়াজিনন ১৪ জি,পাদান ১০ জি,মেটাসিসটকস,সুমিথিয়ন,ডিওটি,বিএইসসি, ধসঢ়;এড্রি ন,এলড্রিন,হেপ্টাক্লোর,সেভিন ডাস্ট ইত্যাদি।তাছাড়া চোরাপথে আসা ভারতীয় উচ্চ দুষনীয় কীটনাশক অবাধে ব্যবহৃত হয়।অপর দিকে জলাবায়ুর পরিবর্তন ও পাখিদের অভয়রন্য এ লোকালয় গড়ে উঠার কারনেনাম না জানা পাখিদের বংশ বিস্তার ঘটছে না।এ মূহুর্তে পক্ষীকুলকে রক্ষা করতে হলে কৃত্রিম বনের সৃস্টি সহ কীট নাশক ব্যবহারে জনসাধারনকে সচেতন করে তুলতে হবে বলে অভিঞ্জ মহলের অভিমত।

http://www.anandalokfoundation.com/