13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে গুরুত্ব দিচ্ছে না গণমাধ্যম, অভিযোগ ফখরুলের

admin
December 18, 2015 11:37 am
Link Copied!

স্টাফ রিপোর্ট: বিএনপি নিঃসন্দেহে এখনও সবচাইতে গুরুত্বপূর্ণ বিরোধী দল। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি গণমাধ্যমে তার প্রতিফলন হয় না।’ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার  ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ছোট ছোট করতে করতে ছোট করা হয়েছে বিএনপির কার্যক্রমকে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য সংবাদপত্রের পেছনের পাতায় অথবা ভেতরের পাতায় নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, এটা কেন করা হয়। এটা কি নির্দেশিত, সেলফ ইপপোজড না ভীতি? কারণটা আমাদের জানা দরকার। আপনারা সব সত্য বিষয়গুলো তুলে ধরবেন বলে জনগণ আশা করে। জনগণ সৎ সাংবাদিকতা আশা করে।’

গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন কি না- এ প্রশ্ন রেখে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘স্বাধীন মিডিয়া কোথায়? আপনারা কি স্বাধীন পরিবেশে কাজ করতে পারছেন? বাস্তবতাটা কী?’

ফখরুল বলেন, ‘যেখানে সত্যিকার অর্থে সংবাদপত্রের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই বাংলাদেশের ১৬ কোটি মানুষের কথা বলার স্বাধীনতা নেই, একের পর এক সমস্ত অধিকারগুলো কেড়ে নেয়া হচ্ছে ঠিক সেই সময় আপনাদের এই সম্মেলন। এই সম্মেলন আপনাদের সামনে একটা নতুন অধ্যায়, নতুন দিগন্ত সূচনা করবে।’

তিনি বলেন, ‘যে কোনো গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র টিকে থাকতে হলে প্রয়োজন একটা মুক্ত গণমাধ্যম। দুর্ভাগ্যজনক হলেও সত্য গণমাধ্যমের স্বাধীন ভূমিকাটি এখন নেই।’

শাসকগোষ্ঠী পেশাজাবী সংগঠনগুলো দখল করে রেখেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা বলেছেন, আজকে আপনাদের বিএফইউজে ও ডিইউজের কক্ষ দখল করে নিয়েছে। জাতীয় প্রেস ক্লাব দখল হয়ে গেছে। এসব দখল করতে সাহায্য করেছে কারা? আমাদের আপনাদের মধ্য থেকে কিছু মানুষ করেছে। এরা বরাবরই থাকে, এতে চিন্তিত হওয়ার কারণ নেই। এটাকে ইগনোর করা উচিত।’

তিনি বলেন, ‘আপনারা আপনাদের শক্তিতে বলীয়ান হয়ে সকল গণতান্ত্রিক শক্তি ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবেন- এটাই জাতির প্রত্যাশা।’

বর্তমান সরকারের আমলে বিভিন্ন গণমাধ্যম বন্ধ হওয়ায় অনেক সাংবাদিক বেকার হয়েছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশে যতগুলো সফল আন্দোলন হয়েছে সব আন্দোলনে সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি  বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা অবশ্যই সকল নির্যাতন নিপীড়ন ভোগ করার জন্য প্রস্তুত থাকি মানুষের জন্য। আমরা কখনোই ভীত হই না। আমাদেরকে জেলে নিয়ে যাবে অথবা আমাদেরকে ফাঁসিতে ঝোলাবে এই ভয়ে আমি আমার কথা বলা বন্ধ করি না। আমরা থেমে থাকি না। আপনাদের ওপর (সাংবাদিক) গত কয়েক বছর যে নির্যাতন হয়েছে অতীতে তা আমরা দেখিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্টকে জেলে নিয়ে যায়। প্রেসক্লাবের বার বার নির্বাচিত প্রেসিডেন্টকে জেলে নিয়ে যায়। অন্যান্য সাংবাদিক ভাইরা জেলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন আমরা আতঙ্কিত হই।’

গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র  রক্ষার জন্য জাতীয়তাবাদী শক্তিকে রক্ষার জন্য দেশপ্রেমিক মানুষকে রক্ষা করার জন্যে সাংবাদিক ভাইয়েরা আপনারা অতীতে যেমন ভূমিকা রেখেছেন একইভাবে সেই ভুমিকা রাখবেন বলে আশা করি।’

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আবদুস সালাম, আহমেদ হুমায়ুন, আনোয়ার জাহিদ, ফয়েজ আহমেদ, নির্মল সেন, আতাউস সামাদ, এবিএম মূসা, গিয়াস কামাল চৌধুরীসহ যারা ‘গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা’ রেখেছেন তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

সম্মেলনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান কায়কোবাদ মিলন ডিইউজের সভাপতি পদে আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম প্রধানকে পুনরায় নির্বাচিত ঘোষণা করেন।

ডিইউজের পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি খন্দকার হাসনাত করিম, খুরশীদ আলম, সৈয়দ আলী আসফার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হাসনত, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিক মুহাম্মদ, প্রচার সম্পাদক আকন আবদুল মান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এসএম আলমগীর, জনকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এবং দপ্তর সম্পাদক এরফানুল হক নাহিদ।
নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- জসিম মেহেদি, জাহিদুল ইসলাম রনি, মীর মোহাম্মদ মীরু মুহাম্মদ আনোয়ারুল হক, আমিনুল ইসলাম, মেহেদি মাসুদ, শাহ আলম নুর ও এম শাখাওয়াত হোসেন মুকুল।

http://www.anandalokfoundation.com/