আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সীমান্তবর্তী ইরাকের মরুভূমি থেকে কাতারের ২৬ শিকারিকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। বুধবার ভোরে সামারার ১৩০ কিলোমিটার দক্ষিণে লায়াহ এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
ইরাকি কর্তৃপক্ষের বরাতে, সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অপহরণকারীরা নাসিরিয়া প্রদেশ থেকে এসেছে। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে বছরের এই সময়ে পাখি শিকারিরা মরুভূমিতে আসেন।