× Banner

পাইকগাছায় ছাদ থেকে পড়ে গৃহবধুর করুণ মৃত্যু

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।।  খুলনার পাইকগাছায় ছাদ থেকে পড়ে বুলু রাণী ঘোষ (৫২) নামে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের অশোক ঘোষের স্ত্রী।

সোমবার দুপুর আড়াইটায় ছাদের দোতলায় কাপড় শুকাতে যেয়ে উপরের দিকে তাকানোর সময় চোখ-মাথা ঘুরে ছাদ থেকে মাটিত পড়ে যায়। এ সময় সময় মাথা, মুখ ও বুকে প্রচন্ড আঘাত পায়।

দ্রুত হাসপাতালে নেয়ার সময় পথিমধ্য তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানায়। জানা যায়, তার উচ্চ রক্তচাপে ভুগছিলেন গহবধু বুলু রাণী।


এ ক্যটাগরির আরো খবর..