× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন

admin
হালনাগাদ: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ পর পর দুই বারের নির্বাচিত মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা আওয়ামীলীগ,উপজেলা আওয়ামীলীগ,জেলা কৃষকলীগ,শহর আওয়ামীলীগ,জেলা যুবলীগ,জেলা স্বেচ্ছা সেবকলীগ,জেলা যুব মহিলালীগ,জেলা ছাত্রলীগসহ মেহেরপুর আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।গতকাল রবিবার বিকালে মন্ত্রী পরিষদ সচিব দায়িত্ব প্রাপ্ত নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নাম ঘোষণা করেন।

এসময় জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন,জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে রয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে নবাগত মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মন্ত্রী পরিষদে প্রথম বারের মত স্থান পেয়েছেন। গতকাল রবিবার বিকালে ফরহাদ হোসেনের নাম ঘোষণার পরপরই মেহেরপুর শহরসহ মেহেরপুর-১ আসনের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ মিষ্টি মুখ ও মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় ব্যাক্তিরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ইতিহাসের দায় মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার ৪৭ বছর পার হলেও ঐতিহাসকি মুজিবনগর বরাবরই থেকেছে উপেক্ষিত। মেহেরপুরবাসীর দীর্ঘদিনের কাংখিত স্বপ্ন পূরণ পথে এক ধাপ এগিয়ে গেল মেহেরপুর। স্বাধীনতার ৪৭ বছর পর এই প্রথমবারের মত মেহেরপুর থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মেহেরপুরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..