× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

যশোর-১ আসনে আ’লীগের শেখ আফিল উদ্দিন জয়ী

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন ২ লাখ ১১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৯৮১ ভোট।
রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টায় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী বকতিয়ার হোসেন হাতপাখা প্রতীক নিয়ে ১ হাজার ৩৩০ ভোট পেয়েছেন। আর জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৭৭ ভোট।
অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। একইসঙ্গে তিনি পুনঃনির্বাচনের দাবি জানান।
যশোর-১ আসনে মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫৩৩ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৫৫ জন।


এ ক্যটাগরির আরো খবর..