× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

নিজের বানানো প্রতিমায় নিজেই পুরোহিত কিশোর হৃদয়

admin
হালনাগাদ: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥  বাড়িতে নিজের তৈরী করা প্রতিমায় নিজেই পুরোহিত হয়ে পূজা দিচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জের কিশোর হৃদয় সুত্রধর। সে কালীগঞ্জ পৌর এলাকার থানা পাড়ার গোপাল সুত্রধরের ছেলে এবং স্থানীয় সরকারী নলডাঙ্গা ভূষন পাইলট হাইস্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র।

সরেজমিনে গেলে দেখা যায়, বাড়ির সামনে পূজা মন্ডপ ঘিরে ডেকোরেটরের রঙ বেরঙের কাপড় দিয়ে ঘেরা। পুজা খোলায় জায়গা অল্প হলেও অতিথিদের বসানোর জন্য রয়েছে বেশ কিছু চেয়ার। কিশোর হৃদয় নিজেই প্রতিমার সামনে বসে পুরোহিত হয়ে পূজা দিচ্ছে। আর বাইরে রয়েছে দর্শনার্থীদের ভীড়। এতোটুকু ছেলে নিখুঁতভাবে প্রতিমা তৈরী করে সে আলোচনায় এসেছে।

হৃদয় জানায়, ছোটবেলায় যখন তাদের মহল্লায় ভাস্কররা প্রতিমা তৈরী করতেন তখন পাশে দাঁড়িয়ে সে দেখতো। আর ভাবতো সে নিজেও প্রতিমা তৈরীর জন্য চেষ্টা করবে। তখন থেকে শুরু করে আজ সফল হতে পেরেছে। সে আরো জানায়, কয়েকদিন পরেই তার জে এসসি পরীক্ষা। কাজেই তার পড়ালেখার বাড়তি চাপ রয়েছে। পড়াশুনার মধ্য দিয়েও সে প্রতিমা তৈরী করে নিজেই পুরোহিত হয়ে পূজা করছে। প্রতিমাগুলো তৈরী ও রঙ করে পূজার উপযোগী করতে তার ২১ দিন সময় লেগেছে। কিশোর হৃদয় জানায়, নিজের তৈরী করা প্রতিমায় নিজে পুরোহিত হয়ে পূজা করতে পেরে সে বেজায় খুশি।

হৃদয়ের সহপাঠীর সুজয় বিশ্বাস জানায়, হৃদয় তার ক্লাসের একজন মেধাবী ভদ্র ছেলে। সে যেমন লেখাপড়া ভালো। আবার অতি তাড়াতাড়ি একটি বিষয় অনুকরণও করতে পারে।

হৃদয় সুত্রধরের বাবা গোপাল সুত্রধর জানান, তিনি নিজে কাঠের বিভিন্ন ফার্নিচারের কাজ করে সংসার চালান। তার ছেলে ছোটবেলা থেকে খুব মেধাবী। লেখাপড়ার পাশাপাশি সকল কাজেই সে মেধার স্বাক্ষর রেখে চলেছে। তিনি জানান,গত বছর থেকে সে প্রতিমা তৈরী করে আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গাপুজা শুরু করেছে। এ বছর থেকে কালীগঞ্জ উপজেলা পূজামন্ডুপে তালিকাভুক্ত হয়েছেন। অন্যদের মত সরকারী অনুদানও পেয়েছেন। কিন্ত খরচও কম নয়। যারা ভক্ত দর্শনার্থী তারা কিছু সাহায্য করছেন এতেই চলে যাচ্ছে। শহরে যতগুলো পূজা মন্ডুপ আছে সেগুলোর তুলনায় তার বাড়ির মন্ডুপে অপেক্ষাকৃত ভীড় লেগেই থাকছে। গতকাল স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারসহ সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পরিদর্শনে এসেছিলেন। নিজের ছেলের তৈরী করা প্রতিমায় বাড়িতে পূজা করতে পারছেন আবার দুর-দুরন্ত থেকে দর্শনার্থীরা দেখতে ভীড় জমাচ্ছেন সে কারনে বাবা হয়ে নিজের কাছেও ভালো লাগছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ জানান, কালীগঞ্জের কিশোর হৃদয় সুত্রধর গতবারও বাড়িতে নিজের তৈরী প্রতিমায় পুরোহিত হয়ে পূজা দিয়ে আলোচিত হয়েছিল। তারই ধারাবাহিকতা এ বছরও রক্ষা করে শাস্ত্র মোতাবেক পূজা দিচ্ছে। তিনি জানান, চলতি বছর এ উপজেলাতে মোট ৯০ টি মন্ডুপে শারদীয়া দূর্গাপূজা হচ্ছে। এর মধ্যে হৃদয়ের মন্ডুপটিও রয়েছে। স্থানীয় উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অন্যদের মত তাকেও সহযোগীতা করা হচ্ছে। এছাড়াও অতি অল্প বয়সে প্রতিমা তৈরীর মাধ্যমে হৃদয় যে শৈল্পিক প্রতিভার পরিচয় দিয়েছে সে জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান, আমি উপজেলার প্রায় সকল পূজা মন্ডুপ পরিদর্শন করেছি। শুনেছি শহরের থানা পাড়ার হৃদয় নামের এক কিশোর নিজে প্রতিমা তৈরী করে নিজেই পুরোহিত হয়ে পূজা করছে। এ কারনে এখানে একটু সময় হাতে করে যাবো ছেলেটার প্রতিভার প্রতি সম্মান দেখাতে ও তাকে উৎসাহ দিতে। আ


এ ক্যটাগরির আরো খবর..