13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু চীনের বেইপানজিয়াং

admin
June 29, 2018 4:56 pm
Link Copied!

চীনের বেইপানজিয়াং সেতু বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। ২০১৬-র শেষে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর উপর যান চলাচল শুরু হয়। সেতুটি চীনের  দক্ষিণ-পশ্চিম এলাকার অবস্থিত৷

য়ুনান আর গুইঝু প্রদেশের মধ্যে যোগসূত্র এই বেইপানজিয়াং ব্রিজ।  বেইপানজিয়াং সেতুর উচ্চতা নদীবক্ষ থেকে ৫৬৫ মিটার বা ১,৮৫৪ ফুট। এই সেতু তৈরি হওয়ার ফলে য়ুনানের সুয়ানওয়েই থেকে গুইঝু প্রদেশের শুইচেং অবধি যাত্রাকাল চার ঘণ্টা থেকে কমে এক ঘণ্টায় দাঁড়াচ্ছে।

ব্রিজটি তৈরি করতে খরচা হয়েছে ১০০ কোটি ইউয়ান বা ১৪ কোটি ৪০ লাখ ডলার।

বেইপানজিয়াং সেতুটির দৈর্ঘ্য ১,৩৪১ মিটার। মধ্য চীনের হুবেই প্রদেশে অবস্থিত সি দু সেতুটি এবার বিশ্বের দ্বিতীয় উচ্চতম সেতুর পর্যায়ে নেমে গেল। বিশ্বের উচ্চতম সেতুগুলির মধ্যে বেশ কয়েকটি চীনে।

চার লেনের রাস্তার নীচেই বেইপান নদী। ২০১৩ সালে এই সেতুর নির্মাণকার্য শুরু হয়।

উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে গুইঝু প্রদেশে ১০০ মিটারের বেশি উঁচু সেতুর সংখ্যা ২৫০-এরও বেশি হবে।

http://www.anandalokfoundation.com/