স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
আ.লীগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের আগামী সম্মেলনের তারিখ নির্ধারণ করা ছাড়াও পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করা মেয়র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
তবে পৌরসভা নির্বাচনে মেয়র পদে যেসব বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন, তাদের ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরে আসতে পারে দলটি। সাময়িক বরখাস্তের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করা হতে পারে এ কার্যনির্বাহী কমিটির এ বৈঠকে।
সূত্র জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নির্ধারিত সময়েই সম্মেলন করার কথা ছিল দলটি। কিন্তু ৩০ ডিসেম্বর দলীয় প্রতীকে প্রথম পৌর নির্বাচনের কারণেই এ সম্মেলন পেছানো হয়। বৈঠকে দলটির কাউন্সিলের দিনক্ষণ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে দলের সম্মেলনকে ঘিরে ১০টি উপকমিটির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে দলের মধ্যে। বৃহস্পতিবার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক থেকে দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাককে এসব উপকমিটির বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অবহিত করা ও প্রয়োজনীয় নির্দেশনা নেয়ার দায়িত্ব দেয়া হয়।
ফেব্রুয়ারি জুড়ে একুশে বইমেলা অনুষ্ঠিত হওয়ার কারণে এবারের সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানের বদলে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তাই কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসকল বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর।