13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৭০০ টাকায় করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য

Rai Kishori
May 24, 2020 12:02 am
Link Copied!

করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা নামমাত্র ফি ৭০০টাকায়। মঙ্গলবার (২৬ মে) থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এই পরীক্ষা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শনিবার (২৩ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে করোনার পরীক্ষা শুরু হবে। সবাই সেখানে গিয়ে পরীক্ষা করাতে পারবেন। দুটো টেস্টই হবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। লালা ও রক্ত দুটোই লাগবে পরীক্ষার জন্য। যেকোনো ব্যক্তি এসে পরীক্ষা করে নিতে পারবেন। এই দুটি পরীক্ষা করতে মাত্র ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, করোনা পরীক্ষায় অনুমোদনপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল থেকে ফি ৩৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর কোনো প্রতিষ্ঠান যদি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে তাহলে অতিরিক্ত এক হাজার টাকা দিতে হবে।

সেখানে গণস্বাস্থ্য কেন্দ্র মাত্র ৭০০টাকা নামমাত্র ফি দিয়ে করোনা পরীক্ষার জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তে আশার আলো দেখলো নিম্নবিত্ত মানুষেরা।

http://www.anandalokfoundation.com/