× Banner
সর্বশেষ
নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত  ৫ মাসে গৌরনদীর দুই ইউএনও’র বদলী গৌরনদীতে বিরোধপূর্ণ জমিতে ফিলিং স্টেশন নির্মাণ আদালতের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ কোন অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবেনা -কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর,১১ জন প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা ইউজিসির অর্থায়নে গবেষণার জন্য ইবির ৭ শিক্ষার্থী নির্বাচিত প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ঝিনাইদহে জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক জনসেচতনামুলক সভা

আঞ্চলিক প্রতিনিধি

৫ মাসে গৌরনদীর দুই ইউএনও’র বদলী

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ইউএনও’র বদলী

নিজ কর্মগুনে উপজেলাবাসীর কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেছিলেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান। গত ১৭ এপ্রিল আকস্মিক তাকে এ উপজেলা থেকে অন্যত্র বদলী করা হয়। তার বদলী ঠেকাতে উপজেলা চত্বরে সমাবেশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রত্যাহার হয়নি বদলীর আদেশ।

পরবর্তীতে এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেন বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা রিফাত আরা মৌরি। যোগদানের পর থেকেই আইন শৃংখলার উন্নতির পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন। জনকল্যানমুখী কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে জনমানুষের মনে স্থান করে নেন তিনি। তবে যোগদানের ৫ মাস যেতে না যেতেই গত ২২ সেপ্টেম্বর তাকেও (রিফাত আরা মৌরি) ঝালকাঠীর রাজাপুরে বদলী করা হয়েছে। বুধবার তার শেষ কর্ম দিবসে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অপরদিকে ইউএনও রিফাত আরা’র বদলীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই স্থানীয়দের মধ্যে চরম অসন্তোস দেখা দিয়েছে। ৫ মাসের ব্যবধানে দুইজন জনপ্রিয় ইউএনও বদলী’র ঘটনাকে অস্বাভাবিক হিসেবে বর্ননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। “ভাল মানুষ গৌরনদীতে এসে বেশিদিন থাকতে পারেনা” বলে অনেকই মন্তব্য করেছেন। তবে ওই দুই ইউএনও’র বদলী প্রক্রিয়া স্বাভাবিক ভাবে হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসন।

এবিষয়ে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা বলেন, দক্ষ কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের বদলীর পর আমরা তার মতই একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পেয়েছিলাম। যিনি স্বল্প সময়ের ব্যবধানে সকলের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই ইউএনও রিফাত আরা মৌরিকেও আকস্মিক বদলী করা হলো। তার এ বদলীতে আমরা হতবাক।

বরিশাল জেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম জহির বলেন, সরকারী কর্মকর্তা কর্মচারীদের বদলী এটা রুটিন অনুযায়ী হচ্ছে। পূর্বের দুই ইউএনও জনগনের স্বার্থে কাজ করে গেছেন। বর্তমানে যিনি আসবেন তিনিও জনগনের স্বার্থে কাজ করবেন বলে আমরা মনে করি।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, তারা দুইজনই ভাল অফিসার ছিলো। বদলী দুইটিও স্বাভাবিক ভাবে হয়েছে। এখানে অন্য কোন কারন নেই। গৌরনদীতে যে অফিসার যোগদান করবেন তিনিও খুব ভাল অফিসার।


এ ক্যটাগরির আরো খবর..