× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা

 সেগুন বাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গনতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরী সভা ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইযয়ূম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম, জেএসডির সহ-সভাপতি সিরাজ মিয়া,  নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখরুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদার ভূঁইয়া। গণসংহতি আন্দোলনের  সম্পাদক মন্ডলের সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক মোঃ সোহেল।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মঞ্চের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। গণতন্ত্র মঞ্চের ছয়টি দল তাদের নিজেদের প্রার্থী তালিকা তৈরি করে ৪ অক্টোবর ২৫, গণতন্ত্র মঞ্চের সভায় প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন করবে।

সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নেতৃবৃন্দ আলোচনা করেন। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলসমূহের ভিতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন প্রথম পর্যায়ে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির সাথে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে বাম দল ও অন্যান্য ক্রিয়াশীল দলের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার ব্যাপারে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ বলেন, যখন আলাপ আলোচনার পথ খোলা আছে এবং নানান ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেছে তখন আরো কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। এবং কোন সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা। তাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরো জোরদার করবে।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সনাতন  ধর্মালম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে। মঞ্চ আগামী ২৯ তারিখ বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনের মাধ্য দিয়ে পূজা মন্ডপ পরিদর্শন শুরু করবে এবং দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপ পরিদর্শন করবে।


এ ক্যটাগরির আরো খবর..