× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

৪৭ বছরের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বমানের হয়েছে। ৪৭ বছরের মধ্যে এমন শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। অতীতের চেয়ে অনেকাংশে ভালো, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জানালো সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম।

সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক আবিদ আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিদেশি পর্যবেক্ষকেরা তিনটি দলে ভাগ হয়ে রাজধানীর ২৪টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়া ইলেকশন মনিটরিং ফোরাম দেশের ২১৪টি আসনের ১৭ হাজার ১৬৫টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ইলেকশন মনিটরিং ফোরামের তত্ত্বাবধানে ৩১টি সংগঠনের প্রায় পৌনে আট হাজার পর্যবেক্ষককে ২১৪টি সংসদীয় আসনে পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিদেশী পর্যবেক্ষককে অনুমতি দেয়ার কথা উল্লেখ করা হয়।

সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতেই নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক এবং সচেতন। এ জন্যই ইসি নির্বাচন পর্যবেক্ষণে এদের অনুমতি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৬টি দেশের একশত ৭৮ বিদেশী পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ইলেকশন মনিটরিং ফোরামের ১০ জন।

ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেছেন, বর্তমানে দেশে নির্বাচনী পরিবেশ অতীতের চেয়ে অনেক ভালো। নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এ অবস্থা অব্যাহত থাকলে নির্বাচন হবে বাঙালি জাতির জন্য স্মরণীয় অধ্যায়।

কলকাতা প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য বলেন, বিশ্বে উন্নত দেশগুলোতে যে মানের নির্বাচন হয়, এবার বাংলাদেশে তা হয়েছে।

নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম বলেন, বাংলাদেশের এই শান্তিপূর্ণ নির্বাচন দেখে নেপালের অনেক কিছু শেখার আছে।

কানাডার লেবার মার্কেট প্ল্যানিংয়ের সিনিয়র পলিসি এনালাইসিস তানিয়া দেওয়ান ফোস্টার বলেন, সকলে জানিয়েছে তাদের ভোটদানে কেউ বাধা দেয়নি। শান্তিপূর্ণভাবে নারী পুরুষ নির্বিশেষে ভোট প্রদান করেছে। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিক পর্যবেক্ষকরা কোনও প্রশ্ন গ্রহণ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..