14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৩১তম দেশ হিসাবে Hope Network-এ যুক্ত হচ্ছে বাংলাদেশ

SDutta
August 26, 2025 7:01 am
Link Copied!

নিউজ ডেস্ক: বাহরাইন সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস-‘Hope Network’-এ যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ২৪ আগস্ট ২০২৫ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্কে সম্মতি প্রদান করেন। এর মাধ্যমে বাংলাদেশ Hope Network-এর ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে।

Hope Network একটি বিশ্বব্যাপী প্লাটর্ফম যা যুব ক্ষমতায়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বকে উৎসাহিত করে। বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৩০টি; এর মধ্যে রয়েছে সকল জিসিসি (Gulf Cooperation Council) ভূক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাতিসংঘের যুব অফিসের মতো প্রভাবশালী সংস্থা।

এই নেটওয়ার্কের সদস্য পদ বাংলাদেশের যুবনীতির আন্তর্জাতিকীকরণে নতুন গতি সঞ্চার করবে। এ মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, যৌথ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে এবং বৈশ্বিক যুব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আশা, Hope Network-এর সদস্য হিসেবে বাংলাদেশ তার যুব উন্নয়ন সম্পর্কিত সাফল্য, উদ্ভাবনী ধারণা ও মূল্যবান অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। পাশাপাশি নেটওয়ার্কের অন্যান্য সদস্য দেশগুলোর সেরা চর্চাগুলো থেকে শেখার ও কাজে লাগানোরও সুযোগ পাবে বাংলাদেশ।

এই যোগদান বাংলাদেশের যুবশক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ও প্রতিযোগিতামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।

http://www.anandalokfoundation.com/