× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

২০২১ সালে লঞ্চ করা হবে চন্দ্রযান ৩ -কে শিবন

admin
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ বছর শুরুতে চাঁদ ধরার খবর। ২০২১ সালে চন্দ্রযান-৩ লঞ্চ করার কথা ঘোষণা করল ইসরো।২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রযান-২ তার লক্ষ্যে সফল হতে পারেনি। ছাদের থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে থাকতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ বুধবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান কে শিবন জানান, ২০২১ সালের মধ্যেই লঞ্চ করা হবে চন্দ্রযান-৩। এই প্রজেক্টের বিষয়ে ভারত সরকার যাবতীয় অনুমোদন দিয়ে দিয়েছে বলে এদিন সাংবাদিকদের জানান তিনি। চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর এবার আবার প্রচেষ্টা।

বুধবার সাংবাদিক বৈঠকে কে শিবন জানান, নতুন বছরে  চন্দ্রযান-৩ ছাড়াও ইসরো আরও ২৫টি স্পেস মিশনের উপরেও কাজ করবে। চন্দ্রযান-২’এর কাজের ওপর ভিত্তি করেই চন্দ্রযান-৩ লঞ্চ করা হবে। এই প্রকল্পের কাজ এখনও পর্যন্ত ভালো ভাবে এগোচ্ছে।

কে শিবন আরও জানান, যে চাঁদের যে অংশে বিক্রম ল্যান্ডার নামার চেষ্টা করেছিল, সেখানেই ল্যান্ড করানো হবে চন্দ্রযান-৩ কেও। এই মিশনের জন্য ২৫০কোটি টাকার বাজেট ধরা হয়েছে। চন্দ্রযান ৩-এর পাশাপাশি গগনযান মিশনেরও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি এও উল্লেখ করেন চন্দ্রযান ৩-এর কারণে, ভারতের অন্য কৃত্রিম উপগ্রহ লঞ্চ মিশন প্রভাবিত হবে না।


এ ক্যটাগরির আরো খবর..