× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

২শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ১৫ আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে শোক র‌্যালী, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নিলোৎপল খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ মো: জাহেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সহ সভাপতি চিন্তা হরণ শর্মা, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুদ, বাবলু চৌধুরী প্রমূখ। আলোচনা সভার শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ২শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। এদেরকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: জাহেদুল আলম বরণ করে নেন।

জাতীর এ শোককে স্বাধীনতার শক্তিতে রপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শই জাতিকে অনুপ্রাণিত করে’ শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম এ কথা বলেন। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের নেত্রী বঙ্গবন্ধুর মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভালবাসায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির পিতাকে হারিয়ে পুরো জাতি আজ শোকে কাতর আর অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কেক কেটে উৎসব পালন করেন। দেশের স্বাধীনতাকামী মানুষ তা কোনদিন ক্ষমা করবেনা।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, একজন মানুষের কয়টি জন্ম তারিখ থাকে? যাই কিছু করেন অন্তত জাতির এই শোকাবহ দিনে নাটকীয় জন্মদিন পালন করে কেক কাটবেন না। এই দিনটিতে আপনার কেক কাটা জাতির বুকে ছুরি বসানোর সামিল। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁঁর শহীদ পরিবারের সদস্যদের প্রতি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..