× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

১৭ কোটি টাকার ফ্লাটে ১০ মাস ধরে মা মরে কঙ্কাল, খোঁজ নেয়ার সময় নেই প্রবাসী ইঞ্জিনিয়ার ছেলের

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

১৯৯৭ সালে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান  কম্পিঊটার ইঞ্জিনিয়ার ছেলে ঋতুরাজ সাহানি। ২০১৩ সালে স্বামী মারা যাওয়ার পর মুম্বাইয়ের  অন্ধেরীর রীচ এলাকার এক বহুতল ভবনের ১০ তলায় একা থাকতেন ৬৩ বছরের বৃদ্ধা আশা সাহানি

স্বামীকে হারিয়ে আশা সাহানি একা হয়ে গিয়ে প্রায়শই নিজের একাকিত্বের কথা ছেলেকে বলতেন। তিনি বলতেন তাকে আমেরিকায় নিয়ে যাক প্রয়োজনে বৃদ্ধাশ্রমে রেখে আসুক কিন্তু বৃদ্ধাবস্থায় এই একাকীত্ব তিনি মেনে নিতে পারছেন না। কিন্তু তার কথা শোনার বা বোঝার ইচ্ছা বা সময় কোনটাই ছিল না উচ্চপদস্থ প্রবাসী ছেলের। মায়ের সাথেই কথা হত ছ-নয় মাসে একবার।

একাকীত্বে ভোগা বৃদ্ধা প্রায় ১০ মাস আগে মারা গিয়েছিলেন। ‘ওয়েলস কট সোসাইটি’র  ১৭ কোটি টাকার ফ্লাটে।

ঋতু রাজ সাহানী বলেন, তিনি জানেন না তাঁর মা আশা সাহানী ঠিক কবে মারা গেছেন। মায়ের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়েছে প্রায় ১ বছর ৩ মাস আগে।

রবিবার সকালে ঋতুরাজ মুম্বাই এয়ারপোর্ট থেকে সোজা চলে আসেন মায়ের সঙ্গে দেখা করতে। বহু ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে ওশিয়ারা থানায় খবর দেন ঋতুরাজ।

ওশিয়ারা থানার সিনিয়র ইন্সপেক্টর সুভাষ কনভিলকর জানিয়েছেন, সম্ভবত ১০-১১ মাস আগেই মারা যান আশা সাহানি। তার শরীর খুবই ক্ষীণকায় থাকায় পচন ধরার কয়েক মাসের মধ্যে শুধু কঙ্কালই অবশিষ্ট ছিল। দরজার ভেতর থেকে বন্ধ থাকায় একে স্বাভাবিক মৃত্যু বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

আশা সাহানির প্রতিবেশীদেরও এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন বন্ধ ফ্ল্যাট থেকে কোনো রকম গন্ধ পাননি তারা।

প্রতিবেশিরা বলতে থাকেন, আমরা আমাদের সন্তানদের ক্যারিয়ার গঠন করাতে গিয়ে তাদের রোবটে পরিণত করে ফেলছি। আমাদের মাথায় রাখতে হবে, জাগতিক শিক্ষাটুকুই সব কিছু নয়, পারিবারিক ও সামাজিক শিক্ষা ছাড়া সব শিক্ষাই অসম্পূর্ণ। বেচারী আশা সাহানীর সব রয়েছে অথচ কিছুই নেই। আমাদের এখনই ভাবতে হবে, রোবট নয়, আমাদের সন্তানদের আগে মানুষ হিসাবে গড়ে তুলতে হবে নচেৎ কে ই বা বলতে পারে, আপনার আমার অবস্থা আশা সাহানী-র মতো হবে না ।


এ ক্যটাগরির আরো খবর..