দিনিউজ ডেস্কঃ অবশেষে জলবায়ু ইস্যুতে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। শুক্রবার প্যারিস জলবায়ু সম্মেলনে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে টানা ১৬ ঘণ্টা আলোচনার পর চূড়ান্ত করা হয় খসড়াটি।
ফ্রান্সের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে খসড়াটি। আর সেখানে গৃহীত হলেই চূড়ান্ত অনুমোদন পাবে চুক্তিটি। এদিকে পরিবেশের ক্ষয়ক্ষতি মোকাবেলায়, গরীব দেশগুলো যাতে ন্যায্য ক্ষতিপূরণ ও সমান কারিগরি সুযোগ পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফরাসী পরিবেশবাদীরা।
সমঝোতায় পৌঁছাতে প্যারিস জলবায়ু সম্মেলনের মেয়াদও একদিন বাড়ানো হয়। আর এতে, ফলও মেলে। জাতিসংঘের কনফারেন্স অব পার্টিস খ্যাত কোপ টোয়েন্টি ওয়ানের পর্দা নামার আগেই, জলবায়ু রক্ষায় গৃহীত চুক্তির খসড়া চূড়ান্ত করতে সমর্থ হন বিভিন্ন দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা।
খসড়াটি জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষায় অনুবাদের পর আজই প্যারিসের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানেই নির্ধারিত হবে চুক্তির খসড়াটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা।
একটি সার্থক চুক্তির আশায় গেল মাসের ৩০ শে নভেম্বর প্রায় ২০০ দেশের অংশগ্রহণে শুরু হয় জলবায়ু সম্মেলন। টানা দুই সপ্তাহের আলোচনা-পর্যালোচনার পর চুক্তি সইয়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। শুক্রবার সম্মেলনের সভাপতি লরাঁ ফ্যাবিয়ুস সাংবাদিকদের বলেন, যে সুযোগ সামনে এসেছে তা সবার গ্রহণ করা উচিত।
প্যারিস জলবায়ু সম্মেলনের সভাপতি লঁরা ফ্যাবিয়ুস বলেন, ‘জলবায়ু রক্ষায় একটি উচ্চাকাক্ষী চুক্তিতে পৌঁছাতে এর চেয়ে উপযুক্ত পরিস্থিতি আর কখনো সৃষ্টি হয়নি। সর্বশেষ সিদ্ধান্তটি নির্ভর করছে মন্ত্রীদের পছন্দের ওপর।’
সমঝোতার পথে প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়ে ছিলো চীন। শুক্রবার তারা নিজেদের নমনীয় হওয়ার কথা জানায়। সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে এক বৈঠকের পর এ কথা জানান চীনের প্রতিনিধি দলের প্রধান শি জেনহুয়া।
চীনা প্রতিনিধি দল প্রধান শি জেনহুয়া বলেন, ‘আজকের আলোচনায় চীন সম্পূর্ণ গঠনমূলক এবং নমনীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে। কারণ আমরা এমন একটা চুক্তি চাই যাতে পৃথিবীর মানুষ আবার আশাবাদী হয়ে উঠতে পারে, বুঝতে পারে যে বিশ্ব ব্যবস্থা কাজ করছে।’
এদিকে, চলতি শতাব্দীর শেষ নাগাদ, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস নয় বরং তা দেড় ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রেখেছে ফরাসী পরিবেশবাদীরা। শুক্রবার প্যারিসের রাস্তায় সমবেত হয়ে তারা পরিবেশের ক্ষয়ক্ষতি ইস্যুতে গরীব দেশগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায়।