13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত ডাক্তারকে হেলিকাপ্টারে উঠতে দিল না এলাকাবাসী

Rai Kishori
May 17, 2020 11:57 pm
Link Copied!

নয়ন আচার্য্যঃ  চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ মা-ও-শিশু হাসপাতাল (CMOSHMC)  এর কর্মরত একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ICU তে ভর্তি আছেন। উনাকে উন্নত চিকিৎসা দিতে হেলিকপ্টার যোগে ঢাকায় নিতে বাঁধা দেয় এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উনার অবস্থা অনেক খারাপ হওয়ায় উনাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলের ICU তে পাঠানোর জন্য এয়ার এম্বুলেন্স যখন আগ্রাবাদ বহুতলা কলোনির মাঠে উপস্থিত হয়, তখন সেখানকার  এলাকাবাসী সেই করোনা আক্রান্ত ডাক্তারকে হেলিকপ্টারে উঠতে দেয়নি। কারন তাদের মতে, এতে নাকি সেই এলাকাবাসীদেরও করোনা হবে। এই হেলিকপ্টার নাকি করোনা আক্রান্ত, তাই ডাক্তার কে হাসপাতাল থেকে রাস্তা দিয়ে বহন করে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে আসলে নাকি সারা এলাকা করোনা আক্রান্ত হয়ে যাবে।
অথচ এই এলাকার মানুষ গুলাকেই তারা তাদের হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে। আর আজকে সেই এলাকাবাসী তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দিয়েছে।
কতটা বিবেক বুদ্ধিহীন হলে মানুষ এমন আচরন করতে পারে একজন মানবসেবকের সাথে,তাহলে করোনা ভাইরাসের মত মানুষের বিবেক বুদ্ধি কি ভাইরাসে পরিনত হচ্ছে?
http://www.anandalokfoundation.com/