মধুখালী প্রতিনিধি : গত ১১-০৩-২০১৬ইং তারিখ রোজ শুক্রবার বেলা ৪.০০ ঘটিকার সময় মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মোল্যা পরিবারের এবং কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী এম.এ মান্নান (মন্নু) ও মিসেস পূর্ণিমা বেগমের এক মাত্র কণ্যা সাজিয়া স্মৃতি (লামিয়া) এর সহিত বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (অবঃশিক্ষক) ও হাসিনা রফিক এর ছেলে ইঞ্জিনিয়ার মোঃ হাসানুজ্জামান (হাসান) দুইজনের বিবাহ কণ্যার নিজ বাসভবনে সম্পন্ন হয়। বিবাহ অনুষ্ঠানে শত শত লোক মধ্যাহ্ন ভোজে যোগদান করেন এবং খাওয়া দাওয়া শেষে বর ও কণের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে সকলেই মিষ্টি মুখ করে অনুষ্ঠান শেষ করেন।