× Banner
সর্বশেষ
পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ সেপ্টেম্বর রবিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

হাসপাতালের খাবার তালিকায় গরুর মাংস রাখার দাবি কংগ্রেসের

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সচিব কে. প্রবীণ কুমার অভিযোগ করেন যে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরএসএস এর সামনে মাথা নত করেছে। উনি বলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর পিনারাই বিজয়ন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন, আর এরপরেই লোকনাথ বেহরাকে পুলিশের মহানির্দেশক বানানো হয়।

প্রবীণ কুমার অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরএসএস এর অ্যাজেন্ডা কেরলে লাগু করার চেষ্টা করছে। কেরল কংগ্রেস গোটা রাজ্যে পিনরাই বিজয়নের এই মুখোশ খুলে দেবে। কংগ্রেসের অভিযোগের পর কেরল পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, পুলিশ প্রশিক্ষণের মেনু থেকে বিফ সরান হয়নি।

কেরল পুলিশ স্পষ্ট ভাবে জানায় যে, যেই মেনু দেখিয়ে হাঙ্গামা করা হচ্ছে, সেটা সরকারি হাসপাতালের মেনু। মেনু থেকে গো মাংস হটানো নিয়ে পুলিশের তরফ থেকে কোন আধিকারিক বয়ান জারি করা হয়নি। এর আগেই কেরল সরকার গো মাংসে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু পিনরাই বিজয়ন সরকার ক্ষমতায় আসার পর সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..