× Banner
সর্বশেষ
শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গার একান্ন সতীপীঠ ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ ভারত আবারও জাতিসংঘের মঞ্চে পাকিস্তানকে উন্মোচিত করল সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর আমেরিকার সঙ্গে নয়, চীনের সাথে কৌশলগত সম্পর্ক পাকিস্তানের: খাজা আসিফ নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -প্রধান উপদেষ্টা আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

হাতির পিঠে যোগাসন দেখাতে গিয়ে মাটিতে পড়ে গেলেন রামদেব, ভাইরাল ভিডিও

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
হাতির পিঠে যোগাসন

ভারত প্রতিনিধিঃ মাথুরায় যোগগুরু বাবা রামদেব হাতির পিঠে যোগ আসনে বসেছিলেন। আসনরত অবস্থায় হাতিটি নড়াচড়া করে উঠলে এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দৃশ্যটি সোমবার মাথুরার রমনারতি আশ্রমে ধারণ করা। পড়ে যাওয়ার সময় তিনি তাঁর চারপাশে জড়ো হওয়া শিষ্যদের যোগব্যায়াম শেখাচ্ছিলেন। তখন দৃশ্যটি উপস্থিত কেউ ধারণ করেন।

২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুসজ্জিত হাতির পিঠে দুই হাত মাথার ওপরে রেখে আসনে বসেছেন বাবা রামদেব। একটু পর হাতিটি নড়াচড়া করে ওঠে। আর তখনই পড়ে যান তিনি।

তবে হাতির পিঠ থেকে পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন কি না তা নিশ্চিত  করে জানা যায় নি। তবে পড়ে যাওয়ার পরপরই হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে মঞ্চের দিকে যেতে দেখা গেছে ভিডিওটিতে।

এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এটা নিয়ে মজা করেছেন।

যোগগুরু রামদেবের এই ভিডিওটি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর প্রায় এখন পর্যন্ত প্রায় ১৮হাজার ৪০০ বার দেখা হয়েছে৷ তার সঙ্গেই উঠে এসেছে দারুন সব মজার কমেন্ট৷ একজন মন্তব্য করেছেন, হাতিটিকে তো যোগ শেখানো হয়নি, তাই সেও বুঝতে পারেনি তার পিঠের ওপর কী চলছে৷ অন্য একজন বলছেন, দ্রুত ফের নিজের পায়ে উঠে দাঁড়ালেন, এটা রামদেবের পক্ষেই সম্ভব! আরও একজন লিখেছেন, যথেষ্ট ফিট তিনি, এটাই তার প্রমাণ৷ ঠিক ছোটবেলায় আমরা যেমন ছিলাম, পড়ে গিয়ে দ্রুত উঠে দাঁড়াতাম, তিনিও সেইভাবে উঠে দাঁড়ালেন এবং দ্রুত!


এ ক্যটাগরির আরো খবর..