স্টাফ রিপোর্টারঃ জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে হরতাল-বিরোধী অবস্থান ও মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হরতাল-বিরোধী অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় তারা জামায়াতের ডাকা হরতাল অবৈধ উল্লেখ করে হরতাল-বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
পরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।