× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

হত্যা-অত্যাচার-জোড়পূর্বক হিজড়া বানানো!

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিনিধি (ক্রাইম), মোঃ সোহেল রানা: ভয়ঙ্কর সব অপরাধীরা হিজড়া সেজে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজী, ছিনতাই, অস্ত্র, মাদক ও পতিতা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সাধারণ পুরুষদেরকে প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পুরুষের পুরুষাঙ্গ কেটে হিজড়া রূপান্তরিত করে এই অপরাধ চক্র। প্রকৃত হিজড়াদের আড়াল করে পুরুষ ব্যক্তি হিজড়া সেজে চালাচ্ছে এহেন লোমহর্ষক অপকর্মের বিরুদ্ধে, জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪ই ফেব্র“য়ারী সকাল ১০ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ০৯/০২/২০১৬ইং তারিখে মঙ্গলবার দুপুর ১২:৩০টায় সেজুতিকে গুলি করে হিজড়া সন্ত্রাসী হিজড়া কচি, স্বপ্না, সীমা ও তার সহযোগীরা। সেজুতি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ হিজড়া সরোপা (৩৩), পায়েল (৩৮), কচি (৩৫), সোনালী (৩৪), জোনাকী (৩২) ও মরিুকা (৩৭) কে পুলিশ আটক করে এবং অপর আসামী মরিয়ম ওরফে সীমা (৩৮) পলাতক থেকে আমাদেরকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছে।

ঢাকা উত্তরা নিবাসী পিংকি হিজড়ার হত্যাকারী ইব্রাহিম ওরফে কচি ও স্বপ্না হিজড়া যৌথ উদ্যোগে বরিশাল আদি মাদক অস্ত্র অবৈধ নারী সাধারণ পুরুষদেরকে ভারতে নিয়ে পুরুদের পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তরিত করে। সমগ্র বাংলাদেশের সকল, অবহেলিত, সুবিধাবঞ্চিত হিজড়াদেরকে অর্থ প্রাচুর্য্যরে প্রলোভন দেখিয়ে বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তারা জনগণের নিরাপত্তা, সমাজের এবং সরকারের উন্নয়নের হুমকিস্বরূপ কার্যকলাপে দ্বিধাহীন ও দুধর্ষ সাহসী।

২০০২ সালে উত্তরায় হিজড়া সম্প্রদায়ের ভাল মন্দ দেখাশুনা করার ছলনায় আশ্রয় নিয়ে হিজড়া সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস অর্জন করে নিজের অবস্থান তৈরি করে নেয় ইব্রাহিম ওরফে কচি হিজড়া গং। যার বাড়ী বরিশালে বর্তমানে উত্তরায় বসবাস। বিএনপি ক্ষমতায় আসার পর হিজড়া বেশে বিএনপি নেতাদের সাথে শখ্যতা রেখে সন্ত্রাসী কার্য্যকলাপ চালিয়ে যায়। বর্তমান সময়ে গোপনে বিএনপির বিভিন্ন আত্মগোপনে থাকা নেতাদের প্রদত্ত অর্থ দিয়ে বোমা ও অস্ত্র কেনায় সাহায্য করে আসছে। প্রশাসনের নাকের ডগার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তবুও তাকে কেউ কিছু বলতে বা করতে পারছেন না। তার এই ক্ষমতার জোর কোথায়। উত্তরায় বেশ কয়েকটি গাড়ী, বাড়ী ও এ্যাপার্টমেন্ট আছে এবং অবৈধ নারী ব্যবসা, অভিযোগ আছে হত্যা মামলা, মাদক ব্যবসা, চাঁদাবাজী, সন্ত্রাসী, গুম, অপহরণ সহ এহেন অপরাধ নেই তারা করে না। তার রাজনৈতিক মহলে অবাধ বিচরণ ও চলমান লাগামছাড়া অবৈধ কর্মকান্ড প্রশ্নের দাবী রাখে। হিজড়া সম্প্রদায় প্রশাসনিক মহলে সশরীরে হাজির হয়ে অভিযোগ করে যে, বিবাদী ইব্রাহিম ওরফে কচি, মোবাইলঃ ০১৭৩২৭৬৯৮৯১ সঙ্গবদ্ধ হয়ে এইসব অপকর্ম চালায়, তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় অস্ত্র মামলা নং-১৬ তারিখঃ ১৫/০৩/২০১৫,  বাদী পিংকি হিজড়া, ০১৭১২৭৫৫২৩৭ বনানী থানায় মামলা নং-১৩৪৫, তাং- ০২/১১/২০১৫ইং বনানী জিডি নং-৯৭০, তাং-২১/০৬/২০১৫। কচি হিজড়া পিংকি হিজড়াকে বিষ প্রয়োগে হত্যা করে। পিংকি হিজড়ার ভাই ফজলুর রহমান খান তুরাগ থানায় কচি হিজড়াকে প্রধান আসামী করে মামলা করায় উত্তরা ডিসি অফিসে গত ০৩/০৭/২০১৩ইং তারিখে ফজলুর রহমানের সাথে কচির মীমাংসা হয়। যাহার স্মারক ডিসি(উত্তর) ৫৫৬৮। কিন্তু একটি হত্যা মামলার মীমাংসা কিভাবে সম্ভব!

কচি হিজড়া, কাজল হিজড়া ওরফে আলমগীরকেও মেরে গুম করে। এ ঘটনায় সে নিজেই ‘কথিত হিজড়া’দের সহযোগী ডিশ কামালকে আসামী করে তুরাগ থানায় মামলা দিতে গেলে মামলা নেয়নি পুলিশ। কচির অভিযোগ, কাজল হিজড়াকে ডিশ কামাল তার নিজস্ব সন্ত্রাসী দিয়ে গুম করে খুব চতুরতার সাথে ঘটনাটি ধামাচাপা দেয়; থানা তার মামলা না নিয়ে, উল্টো ডিশ কামাল হতে একটি ডিজি গ্রহণ করে, যার তদন্ত কর্মকর্তা এস আই কামাল বর্তমানে সবুজবাগ থানায়। তবে পরবর্তীতে একটি অডিও রেকর্ডে শোনা যায়, কচি হিজড়াই আরেক দুধর্ষ সন্ত্রাসী সীমার সাথে মিলে কাজলকে হত্যা করে। এই হত্যার রোম হর্ষক বর্ণনা, কচির বর্তমান সহযোগী মরিয়ম ওরফে সীমার জবান বন্দি থেকে বিস্তারিত জানা যায়। এছাড়াও কচি টাঙ্গাইলের নেহাকে খুন করে এবং আরও তিন হিজড়াকে হত্যা করতে সীমাকে ২০ লক্ষ টাকা প্রদানের প্রস্তাব দেয়।

বিগত ২১/০৯/২০১২ইং সালে, মাদক ও দেহ ব্যবসায়ী সীমা, ডিশ কামাল ও কচি হিজড়া, চাঁদাবাজির ভাগ বাটোয়ারার সময়, সীমা কচিকে হত্যা করতে গুলি করে। কচি অল্পের জন্য বেঁচে গেলেও কুপিয়ে জখমের কারণে তার এক চোখ অন্ধ হয়ে যায়। কচি হিজড়া নিজে বাদী হয়ে মরিয়ম ওরফে সিমার বিরুদ্ধে ৬/৮/১৩ইং তারিখে ১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় মামলা দায়ের করে। কিন্তু সীমা জামিনে এসে আবার কচির সাথে মিলে যৌথ মাদক ও অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কচির আপন বোন রেনু তার বিরুদ্ধে মামলা করলে তাকে ধরে এনে লজ্জাস্থান দিয়ে মোটা বেত ঢুকিয়ে নির্যাতন চালায়। তুরাগ থানা মামলা নং-১১ তাং-০৮/০৭/২০১৫ইং। তুরাগ থানার এস আই ইজ্জত আলী এহেন কর্মকান্ডের বিরোধিতা করায় তার বিরুদ্ধেও আদালতে একটি মিথ্যা মামলা করে, যার নং ৫৯/২০১৪।

কচি ও স্বপ্নার অপকর্ম নিয়ে বেসরকারী টিভি চ্যানেল ইটিভির একুশের চোখ, দৈনিক সরেজমিনে, দৈনিক মুক্তখবর, দৈনিক রূপাবাণী, দৈনিক পুনরুত্থান, দৈনিক স্বাধীন সংবাদ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপরেও প্রশাসন অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ না করায়, প্রকৃত হিজড়া সমাজের মানুষরা উক্ত সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত জীবন পার করছে।
১৪ই ফেব্র“য়ারী মানবন্ধনে অংশগ্রহণকারী অসহায় প্রকৃত হিজড়া সম্প্রদায়ের আপন আক্তার, সোনালী, রীনাসহ শতাধিক হিজড়াদের দাবী শুধু একটিই, হিজড়া-পরিচয় ব্যবহার করে হত্যাসহ বিভিন্ন নিষ্ঠুর কার্যকলাপে সম্পৃক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। অপরাধীরা বর্তমানে কারাগারে বন্দী থাকলেও, যেন কোনক্রমেই তাদের জামিন না হয়, এবং হত্যাকারীদের ফাঁসি ও প্রত্যেক অপরাধীর উপযুক্ত সাজা হয়।

সরকার ও বিচারব্যবস্থা-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানববন্ধকারীদের আকুল আবেদন, উক্ত মামলাসমূহের গুরুত্ব বিবেচনা এবং পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক মাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইপূর্বক, যথাযথ কার্যকরী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।


এ ক্যটাগরির আরো খবর..