নিজস্ব প্রতিবেদক: দেশে জলবায়ুর পরিবর্তন জনিত কারণে অস্বাভাবিক গরম পড়েছে। এতে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন বয়সের লোকজন। বৃক্ষরোপণের মাধ্যমে এই তাপজনিত সমস্যা রোধ করার কর্মসূচি হাতে নিয়েছে পথশিশুদের সাহায্যার্থে গড়ে তোলা সংগঠন স্বপ্নতরী উন্নয়ন সংস্থা।
এ উপলক্ষে শনিবার(১২ জুলাই ২০২৫) বিকাল সাড়ে চারটায় পুরান ঢাকার ফরাশগঞ্জের বিহারী লাল আখড়া মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন সংগঠনের সভাপতি কোহিনুর বেগম। এদিন তার সঙ্গে ছিলেন সংগঠনের সদস্য উত্তম কুমার শীল, সুমন দত্ত, কল্পনা খান, শামীমা আক্তার, সুস্মিতা মরিয়ম, প্রফুল্ল চন্দ্র দাস। এসময় শহীদ স্মৃতি পাঠাগারকে একাধিক বৃক্ষ দান করেন স্বপ্নতরী উন্নয়ন সংস্থার সভাপতি কোহিনুর বেগম।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি উত্তম কুমার শীল। তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। পরিবেশে অক্সিজেনের মাত্রা আমাদের বাড়াতে হবে। ছোটদের জন্য সহনীয় পরিবেশ গড়ে তুলতে হবে।
সুমন দত্ত বলেন, জলবায়ু পরিবর্তন খুব দ্রুত ঘটছে। নগরায়ন ফলে যেভাবে এই শহরে বৃক্ষ নিধন চলছে সেই তুলনায় গাছ লাগানো হচ্ছে না। পরিবেশ নির্মল রাখতে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে।
কোহিনুর বেগম বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এগিয়ে নিতে হবে। আগামীতে এই কর্মসূচি আরো বড় আকারে করার ইচ্ছা রাখি। তিনি বেশ কয়েকটি বৃক্ষ নিজ হাতে শহীদ স্মৃতি পাঠাগারের পাশে রোপণ করেন। এসময় তাকে সহায়তা করেন মন্দির এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা।
কল্পনা খান বলেন, বৃক্ষ আমাদের রোপণ করতে হবে। এর বিকল্প নেই। আমাদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে।
শামীমা আক্তার বলেন, আমরা শহরে গাছ কেটে ফেলছি। বৃক্ষ রোপণ করার মতো পর্যাপ্ত স্থান পাচ্ছি না। আমাদের কে বৃক্ষ রোপণের মতো স্থান খুঁজে বের করতে হবে।