× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

উত্তম কুমার রায়ঃ একাদশ জাতীয় সংসদস নির্বাচনে ঠাকুরগাও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে আওয়ামী লীগ প্রার্থী না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন পীরগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এবং ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় পুজা উদযাপন পরিষদের স্থানীয় নেতা সহ সমর্থকরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন, ঠাকুরগাও-৩ আসন আওয়ামীলীগের ঘাটি কিন্তু দীর্ঘ ১৮ বছর ধরে জোট মহাজোটের কারণে এ আসনে নৌকা প্রতীক নেই। বর্তমান সরকার এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করলেও দলীয় এমপি না থাকায় এ এলাকায় কোন উন্নয়ন হয়নি। আওয়ামীলীগ নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছেন অনেক কিছু থেকে।

তিনি আরো বলেন, এলাকার জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তাছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে হিন্দু সম্প্রদায়ের লক্ষাধিক ভোট রয়েছে। তারা আমার নির্বাচন করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তাই এবারও জোট মহাজোটের কারণে এ আসনে নৌকা প্রতীক না থাকে তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নিজে লড়ে দেখবেন। আর যদি এ আসনে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন।

উল্লেখ্য এ আসনে এখন পর্যন্ত পীরগঞ্জে তিনিই একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..