× Banner
সর্বশেষ
পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ সেপ্টেম্বর রবিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

বিমলের বোনদের স্নানের ছবি তুলতে বাঁধা দেয়ায় মা-বাবাকে মেরে যখম

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২০
মা-বাবাকে মেরে যখম

উত্তম কুমার পাল হিমেল, হবিগঞ্জঃ  প্রতিদিনের মতই গ্রামের পুকুরে স্নান করছিল অমল ও বিমলের বোনরাহূমায়ুন তো তার দুই বন্ধু লুকিয়ে স্নান করার ছবি তোলে। বুঝতে পেরে বাধা দেওয়ায় বাড়ি এসে হামলা, ভাঙচুর ও মারাত্মকভাবে যখম করে তার মা-বাবাকে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে।

আজ হবিগঞ্জ জেলামাধবপুর থানার ১০নং ছাতিয়ার ইউনিয়নের মনিপুর গ্রামে ঘটেছে ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানান,  অমল ও বিমলের বোনরা প্রতিদিনের ন্যায় গ্রামের পুকুরে স্নান করার সময় হূমায়ুন, শরীফ আরো দুই একজন গোপনে তাদের স্নান করার ছবি তোলে। বুঝতে পেরে তারা বাঁধা দিয়ে বাড়ি এসে নালিশ করে।

এটা জানতে পেরে হূমায়ুন আরো অনেক বন্ধুবান্ধব এনে তাদের পরিবারের উপর ন্যক্কারজনক এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার বাবা মারাত্মকভাবে যখম ও মা আহত হওয়ার পাশাপাশি অজ্ঞান হয়ে যায়। তাদের আহত করে বাড়ি ঘর ভাংচুর করে তারা চলে যায়। বাড়ির বাকি সদস্যরা হতভম্ভ হয়ে কি করবে বুঝতে না পেরে মা-বাবাকে ধরাধরি করে প্রাথমিকভাবে ঘরোয়া চিকিৎসা দিয়ে ডাক্তারকে খবর দেয়।

অমলের বোনরা মা-বাবার এমন অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলে মা তুমি ঠিক হও! আমরা দুই বোন গলায় দড়ি দিয়ে মরে যাবো তবুও তোমাদের এমন অবস্থা সহ্য করতে পারবো না। বাবা তুমি শক্ত হও, ভগবান এর বিচার করবে।

বাড়ির লোকেদের সাথে কথা বললে অমল জানায়, এই ঘটনার প্রতিবাদ চাই আমরা থানায় গিয়ে আইনি ব্যবস্থা নেব।

অমলের বাবা ভয়ার্ত কণ্ঠে বলে, নালিশ করাতে বাড়ি এসে আমাদের এভাবে আধমরা করে ঘর বাড়ি ভেঙ্গে দিয়ে গেছে। আর পুলিশের কাছে গেলে রাতের অন্ধকারে এসে কিনা স্বপরিবারে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়ে যায়। আমরা কোন দেশে বাস করছি যেখানে অন্যায় করবে আমাদের সাথে ভুক্তভোগী ও আমরা আবার শাস্তি ও পাবো আমরা।

বাবার কথার প্রতিবাদ করে বিমল দি নিউজের প্রতিনিধিকে বলে, তাহলে কি এভাবে ছেড়ে দেব? আমরা গরীব বলে ন্যায় বিচার পাবো না? আজ আমার বোনদের শুধু ছবি তুলেছে। কাল রাস্তায় আমার বোনদের একা পেয়ে তুলে নিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? সব জায়গায় ওদের গার্ড দিয়ে নিয়ে যাওয়া ও সম্ভব না আমাদের পক্ষে। তাহলে আমরা কি করবো আপনি ই বলেন?


এ ক্যটাগরির আরো খবর..