গাইবান্ধা প্রতিনিধি: গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পৌর শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় এমপি লিটন মাতাল অবস্থায় স্কুলছাত্র সৌরভকে গুলি করেন।
স্কুলছাত্র সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন মঞ্জুর করেছে আদালত। সংসদ অধিবেশন চলা পর্যন্ত তার এই জামিন বহাল থাকবে।
রবিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউছুফ জামিন মঞ্জুর করেন।