হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন ,বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিনে সমৃদ্ধ দেশে পরিণত হতো। স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অভিন্ন শত্রু। তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার সোনার বাংলাদেশকে পিছিয়ে নিতেই ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে।
এমপি মিলাদ গাজী আরও বলেন, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জামাত- বিএনপি।জামাত বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সবাইকে সতর্ক থেকে তাদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, যুব ঋন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী, সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা রশিদুজ্জামান, নবীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, ৮ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল,লোকমান আহমদ খান,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম,সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, উপজেলা মহিলালীগের সভাপতি দিলারা হোসেন,সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী, সাংবাদিক অঞ্জন রায়, তাতীলীগের আহবায়ক ফারুক মিয়া, যুবলীগ নেতা পিকলু চৌধুরী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, শ্রমিকলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহবুবর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সুকেশ চক্রবর্তী। আলোচনা সভার পূর্বে সকাল ১০. ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,আওয়ামীলীগ,পৌরসভা,মুক্তি যোদ্ধা কমান্ড,প্রধান শিক্ষক সমিতি,সরকারী কলেজসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।