সেভেরোডোনেটস্ক এবং লিসিচানস্ক শহর দুটি এখন মৃত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বে লুহানস্ক অঞ্চলএ দুটি শহরের।
সোমবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরোডোনেটস্ক শহরে রাশিয়ান সেনাদের ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ করছে। কিন্তু সেখানে শক্তিশালী রাশিয়ান বাহিনীর সদস্য সংখ্যা অনেক বেশি।
তিনি বলেন, আমরা প্রতিরোধ করছি, কিন্তু সেখানে তারা সংখ্যায় অনেক এবং তারা শক্তিশালী। সেভেরোডোনেটস্ক এবং পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখন মৃত শহর।