× Banner
সর্বশেষ
মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ সেপ্টেম্বর রবিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধ সেবাইতের লাশ উদ্ধার

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ১ জুন, ২০২৫
সেবাইতের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মন্দিরের বৃদ্ধ এক সেবাইতের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার ওয়াবদা খালের রামশীল সুইস গেইটের পাশ থেকে ৭০ বছর বয়সী বুদ্ধিমন্ত সরকার নামের ওই সেবাইতের লাশ উদ্ধার করা হয়। বুদ্ধিমন্ত উপজেলার নৈয়ারবাড়ি এলাকার “সদাচার সেবাশ্রম ও মন্দিরের” সেবাইত ছিলেন। তিনি ওই গ্রামের কুট্টিশ্বর সরকারের ছেলে।

প্রতিবেশী মৃন্ময় সরকার জানান, ৫-৬ বছর ধরে বুদ্ধিমন্ত সরকার “সদাচার সেবাশ্রম ও মন্দির”এর সেবাইত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাতে তিনি ওই সেবাশ্রমে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে গিয়ে থাকতেন। গত শুক্রবার (৩০ মে) সকাল থেকে তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে রামশীল সুইস গেটের পাশে বস্তাবন্দি অবস্থায় বুদ্ধিমন্তের লাশ পাওয়া যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, গত ২-৩দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না বুদ্ধিমন্ত সরকারের। রবিবার দুপুর ১২টার দিকে রামশীল সুইস গেটের পাশে সন্ধেহজনক একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মধ্যে ওই সেবাইতের লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..