× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

সেপ্টেম্বরে ১২২ ধর্ষণসহ নারী নির্যাতন ৪৩২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ চলতি বছরের সেপ্টেম্বরে ১২২টি ধর্ষণের ঘটনাসহ মোট ৪৩২ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সংগঠনটি জানিয়েছে, ১২২টি ধর্ষণের ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ জনকে, এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২ জনকে। অন্যদিকে অপহরণের ঘটনা চারটি, পতিতালয়ে বিক্রি করা হয়েছে একজনকে, ফতোয়ার শিকার হয়েছেন তিনজন এবং বিভিন্ন নির্যাতনের কারণে ২৬ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে মহিলা পরিষদ।


এ ক্যটাগরির আরো খবর..