14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সেই দোলন এখন নাম লেখাতে চায় বিএনপিতে

SDutta
August 12, 2025 7:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জীবনে একদিনও কৃষি কাজ না করে হয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছেন ফরিদপুর-১ (মুধখালী-বোয়ালমারি-আলফাডাঙ্গা) আসন থেকে। ফ্যাসিবাদের দোসর দোলন এখন আবার বিএনপি নেতা সাজার চেষ্টা করছেন। দৌড়-ঝাপ করছেন বিএনপি নেতাদের কাছে।

কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দোলন ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ক্যাশিয়ার। তাকে বাগে নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে তদবীর কমিশন বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

ফরিদপুরের বহুল আলোচিত রুবেল ও বরকতের সহযোগী দোলন। গত বছরের ৫ মার্চ আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে জেল হাজতে পাঠায় আদালত। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে রাজধানীর পল্টনসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় দোলন জামিন না নিয়ে আত্মগোপনে রয়েছেন।

দোলন সম্পর্কে জানা গেছে, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তখন প্রবাসী কল্যাণ ভবনে দোলনের রাজত্ব শুরু হয়। প্রতিটি শ্রমিকের নিয়োগানুমতি ঠেকিয়ে রেখে জিম্মি করে ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা করে নিতেন। তাকে টাকা না দিয়ে কোন রিক্রুটিং এজেন্সির মালিক কোন কর্মী বিদেশে পাঠাতে পারতেন না।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্থানীয় সরকার মন্ত্রী থাকার সময় স্থানীয় সরকার বিভাগে দোলনের একচ্ছত্র আধিপত্য শুরু হয়। শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে পুতুলের স্বামীতে হাত করে কয়েক হাজার কোটি টাকার ঠিকাদারী কাজ বাগিয়ে নেন দোলন। এই দোলনকে ১০ শতাংশ কমিশন না দিলে স্থানীয় সরকার বিভাগে কোন কাজ করা সম্ভব ছিল না।

দোলন জনশক্তি রপ্তানী সিন্ডিকেটে ছিলেন বহুল আলোচিত নূর আলীর সঙ্গে। নূর আলীর ১০ সিন্ডিকেটে দোলনের প্রতিষ্ঠানের নাম ছিল ক্যারিয়ার ওভারসীস। ওই প্রতিষ্ঠানের ১০ শতাংশ মালিকানা ছিল দোলনের।

ফরিদপুরের বহুল আলোচিত সাবেক এসপি সুভাষ চন্দ্র সাহার পার্টনার ছিলেন দোলন। সুভাষ চন্দ্র সাহার সময়ে ফরিদপুরে পুলিশে যে নিয়োগ কেলেঙ্করি হয়েছে সেটার মূল মাস্টারমাইন্ড ছিলেন আরিফুর রহমান দোলন। ওই সময় পুলিশে কনস্টেবল ও এসআই নিয়োগে শত কোটি টাকা হাতিয়ে সেনয় সুভাষ-আরিফ চক্র। পরবর্তীতে সুভাষের কাছ থেকে পুলিশের নিয়োগের ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকা উদ্ধার হয়। ওই ঘটনায় পুলিশ সুভাষের বিরুদ্ধে মামলা দিলেও দোলন থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।

দোলন ফরিদপুরের বুহুল আলোচিত বরকত-রুবেল চক্রের অন্যতম সদস্য। রুবেল বরকতের সঙ্গে মিলে আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের আস্থাভাজন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০২১ সালের ৩ মার্চ সাজ্জাদ-ইমতিয়াজসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ কমিশনার উত্তম কুমার সাহা। ২০২২ সালে অভিযোগ গঠন শুনানির সময় কিছু অসংগতি দেখতে পেয়ে স্বপ্রণোদিত হয়ে সিআইডিকে মামলাটি আবার তদন্তের নির্দেশ দেন আদালত। পরে গত বছরের ২২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আরিফুর রহমানসহ আরও ৩৬ জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। পরে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ওই মামলায় দোলন আদালতে আত্মসর্পণ করলে আদালত তাজে জেল হাজতে পাঠায়।

এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী বাদী হয়ে গত ২৭ জানয়ারি মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। ভুক্তভোগী নারীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দীর্ঘ ৫ বছর শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এখন আর তাকে বিয়ে করছেন না আসামী দোলন।

আর তাই এর প্রতিকার চাইতে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ওই নারী। যাহার নাম্বার- ১৫/২৫।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার মোঃ ওবায়দুর রহমানের (বালাম মুন্সী) ছেলে আরিফুর রহমান দোলন। বাদিনী তৃপ্তি খানম একই এলাকার বাসিন্দা হওয়ার কারণে ২০১৯ সালের মার্চ মাসে প্রথম পরিচয় হয় তাদের। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানী ঢাকার মিরপুরে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করে।

সর্বশেষ বিয়ে না করে ২৫ সালের (১৬ জানুয়ারি) বাদিনীর সাথে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। বাদিনী বিয়ের কথা বললে মারধর করে বাসা থেকে বের করে দেয়। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামী দোলন বাদিনীকে তার ৪৪ ইস্কাটন গার্ডেন রমনা এলাকার অফিসে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে রেখেছে মর্মে হুমকি দিচ্ছে।

এজাহার সূত্রে আরও জানা যায়, দীর্ঘ ৫ বছর শারীরিক সম্পর্ক স্থাপনের কারণে শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন বাদিনীর পরিবার গত (১৭ জানুয়ারি) প্রেগনেন্সি টেস্ট করায়। এবং প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ রেজাল্ট আসে। পরে আসামী দোলনকে অবহিত করলে তিনি জানান, বিদেশ থেকে ফিরে এসে বিয়ে করবেন। তবে শর্ত এই মূহুর্তে বাচ্চা নষ্ট করতে হবে। এরপর বাদিনী তার কথা মতো বাচ্চা নষ্ট করে। কিন্তু আসামী দোলন বিয়ে করেনা।

সংশ্লিষ্টরা বলেন, একময়ে সেই বহুল আলোচিত হাওয়া ভবনের ঘনিষ্ঠ দোলন হয়ে যান কৃষক লীগ নেতা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি আবার বিএনপিতে ভেড়ার চেষ্টা করছেন।

এবিষয়ে দোলন বলেন, আমি রাজনীতি ও সাংবাদিকতা করি। প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে বিভিন্ন অপপ্রচার চালাতে পারে।

http://www.anandalokfoundation.com/