× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

সুস্থ সুরাইয়া মায়ের কোলে

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জন্মের ২৩ দিন পর অবশেষে মায়ের কোলে তুলে দেওয়া হলো মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়াকে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন ভবনের ৪৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন মা নাজমা বেগমের কোলে তুলে দেওয়া হয় তাকে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, এতদিন চিকিৎসার পর রবিবার শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী তার মা তাকে সুস্থ করে গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। চিকিৎসার স্বার্থে ওই রুমে কাউকে না যাওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ড. কানিজ হাসিনা শিউলি বলেন, ‘শিশুটি সুস্থ হওয়ায় আমি এতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লার কাছে শিশুটির জন্য আমি অনেক দোয়া করেছি। মা নাজমা বেগম জানান, তিনি তার শিশুটিকে সুস্থ শরীরে দেখতে পেয়ে খুব খুশি হয়েছেন।

প্রসঙ্গত, ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন নাজমা খাতুন, তার গর্ভের সন্তান ও চাচা শ্বশুর মোমিন ভূঁইয়া। মোমিন ভূঁইয়া একদিন পর মারা যান। এদিকে মাগুরা সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর একটি কন্যাসন্তান জন্ম দেন নাজমা।


এ ক্যটাগরির আরো খবর..