ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
গত কয়েক দিনে স্ব স্ব দলের কেন্দ্রিয় কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।
এ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন, বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, আওয়ামী লীগ নেতা টিএম জাহাঙ্গির, এডভোকেট এমডি মতিউর রহমান নানু ও মাওলানা আক্তার হোসেন, জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন, সাবেক এমপি এড. আব্দুল মজিদ, জাপার কেন্দ্রিয় সদস্য আ.ন.ম ওহিদ কনা মিয়া, জাপার কেন্দ্রিয় সদস্য আলহাজ্ব জাহাঙ্গির আলম, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন, খেলাফত মজলিসের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন ও ইসলামী আন্দোলন থেকে মাওলানা হোসাইন আল হারুন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
এরমধ্যে ফরম সংগ্রহের পর অনেকেই পূরণ করে তা নির্ধারিত স্থানে জমা দিয়েছেন।