সুনামগঞ্জ প্রতিনিধিঃ পৌর নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের বটেরতল এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা এম এ কাদির ও কবির আহমেদের মধ্যে তর্ক হয়। এর জেরে, বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দলীয় প্রার্থী রাজু আহমেদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়।
সংঘর্ষে আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। আহতদের মধ্যে মঈন উদ্দিন নামে একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।