× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

সিলেট থেকে দেবব্রত রায় দিপন

সিলেটে জুলাই পদযাত্রা শুক্রবার, নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও প্রস্তুতি

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিকতায় সিলেটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ২৫ জুলাই শুক্রবার বিকেলে এই পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে। পদযাত্রা সফল করতে সিলেটে ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে ওঠা এ রাজনৈতিক দলটি।

এদিকে সমাবেশের সার্বিক প্রস্তুতি তোলে ধরে মঙ্গলবার (২২ জুলাই) সিলেট সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটি। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ জানান, এনসিপির সিলেট পদযাত্রা হবে লোকে লোকারণ্য। সর্বনিম্ন ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেবেন বলে প্রত্যাশা করছি। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চায়। তবে কক্সবাজারে যে ঘটনা ঘটেছে সিলেটে তা ঘটার সম্ভবনা নেই। কারণ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এক হয়ে এই পদযাত্রা অনুষ্ঠান সফল করে তুলতে ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নগরর একটি রেস্টুরেন্টে সিলেট জেলা ও মহানগর এনসিপি আয়োজিত আগামী ২৫ জুলাই সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর এনসিপির মূখ্য সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা এনসিপির মূখ্য সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

এনসিপি নেতারা বলেন, সমাবেশটি নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে । এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও পদযাত্রায় অংশ নেবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এনসিপি সিলেট জেলা যুগ্ন সমন্বয়কারী ফয়সল আহমদ, আরিফ আহমদ, আবু সাইদ, এনসিপি সিলেট মহানগরের যুগ্ন সমন্বয়কারী মোস্তাকিম আহমদ মোস্তাক, এডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন, আতাউর রহমান আতা, নুরুল ইসলাম, কিবরিয়া সারোয়ার, আদনান তাইব প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..