× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

সিলেটে অনুষ্ঠিত হলো ‘নন ভ্যালেন্টাইন সমাবেশ’

admin
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

জুনেল আহমদ আরিফ, দক্ষিণ সুরমা সিলেট প্রতিনিধিঃ ভালোবাসা দিবসের আগের দিন ১৩ ফেব্রুয়ারি শনিবার সিলেটে আয়োজন করা হয়েছে নন ভ্যালেন্টাইন মহাসমাবেশ। বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে এই আয়োজন করে কাকতাড়ুয়া নামের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন।

সকাল ১১টায় টিলাগড় পয়েন্ট থেকে মজার মজার শ্লোগান নিয়ে “সিঙ্গেল শোভাযাত্রা” বের হয়ে এমসি কলেজের টিলায় গিয়ে শেষ হয়েছে। সেখানেই প্রেমহীনতার জন্য একমিনিট নিরবতার মাধ্যমে শুরু হয় মূল পর্ব। চলেছে প্রেমের গান, প্রেমের সুফল ও কুফল নিয়ে আড্ডা, প্রেমের অভিজ্ঞতা ইত্যাদি।  সঙ্গী পাচ্ছেন না এমন সিঙ্গেলদের খোলা মাঠে প্রেম নিবেদনের সুযোগ দেয়া হয়েছে। তাদের মধ্য থেকে দুজন সেরা সিঙ্গেল মানুষ নির্বাচন করা হয়েছে। সেরাদের নিয়ে কাকতাড়ুয়া প্রোডাকশন হাউজ থেকে রোমান্টিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে জানিয়েছে তারা। তাছাড়া উপস্থিত সকল সিঙ্গেলদের ফেইসবুক প্রোফাইল পিকচার তুলে দেয়া হয়েছে।

নন ভ্যালেন্টাইন মহাসমাবেশে অংশ নেয়া নিশাত তানজুম বন্য বলেন, “এটি একটি মজার মহাসমাবেশ ছিলো। আমার মতো এখনো যারা প্রেম করতে পারেননি বা করেননি এমন মানুষেরা এক হয়েছি।”  মাধব কর্মকার বলেন, “আমাদের অনেকেই ছোট্ট কিছু কারণে বড় প্রেম বিসর্জন দিতে হয়, তা কখনো কাম্য নয়।” অংশ নেয়া জামান মোহাম্মেদ মুফি বলেছেন, “প্রেম একটি মানসিক স্বাস্থ্যের বিষয়। সকলের জীবনেই প্রেম থাকা উচিত।”

বক্তারা এ সময় মানব প্রেমের পাশাপাশি দেশ প্রেম, সমাজের প্রতি দায়বদ্ধতা, নৈতিক উন্নতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে প্রতি বছর ভালোবাসা দিবসের আগের দিন এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাকতাড়ুয়ার সভাপতি খলিলুর রহমান ফয়সাল।

উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, উইমেন্স কলেজ, মদনমোহন কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই সমাবেশে অংশ নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..