× Banner
সর্বশেষ

“সাড়া” এর প্রতিষ্টাতা হৃদয় হালদারের জন্মদিনে চট্টগ্রামবাসীর শুভেচ্ছা

admin
হালনাগাদ: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

চৈতী সেন(সিনিয়র রিপোর্টার): স্বনামধন্য আর্তমানবতার সেবায় একটি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়নমূলক বেসরকারী সংস্থা “সাড়া” এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা,পরিচ্ছন্ন রাজনীতির অগ্নিপুরুষ, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, চট্টগ্রাম দামপাড়া ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ি হৃদয় হালদারের এর ৪২তম শুভ জন্মদিন আজ। তিনি ১৯৭৬ সালে ১৫ই অক্টোবর মাদারীপুরে জন্মগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম, চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক সংঘটন, মিড়িয়া ব্যক্তিত্বরাসহ সকল অঙ্গনংগঠনের নেতৃবৃন্দ প্রিয় সমাজসেবক, এনজিও সংস্থার প্রতিষ্টাতা হৃদয় হালদারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে।

  • আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যম The News এর সহঃ সম্পাদক ও Crime Investigator of Bangladesh রাজিব শর্মার এর পক্ষ থেকে হাজারো গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..