× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালথায় বাবার বা‌ড়ি‌ থে‌কে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Deta-Body.jpeg

সালথা ফরিদপুর প্রতিনিধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বাবার বা‌ড়ি থে‌কে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। নিহত মিতু আক্তার (২২) উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের বড়বাংরাইল গ্রা‌মের মেম্বা‌র বকুল মোল‌্যার মে‌য়ে এবং মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া গ্রামের কু‌য়েত প্রবাসী মারুফ মিয়ার স্ত্রী। এ বিষ‌য়ে সালথা থানায় এক‌টি ইউ‌ডি মামলা হ‌য়ে‌ছে।
পু‌লিশ ও প‌রিবার সু‌ত্রে জানা যায়, প্রায় ৫ বছর আ‌গে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া এলাকার কুয়েত প্রবাসী মারুফ মিয়ার সা‌থে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের বড়বাংরাইল এলাকার বকুল মোল‌্যার একমাত্র মে‌য়ের সা‌থে বিবাহ হয়। স্ত্রী‌কে রে‌খে বি‌য়ের কিছু‌ দিন প‌রে মারুফ বি‌দেশ চ‌লে যায়। মিতু বাবার বা‌ড়ি‌তে থে‌কে নবকাম প‌ল্লি বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জে লেখাপড়া কর‌তো।
গতকাল সোমবার প্রতি‌দি‌নের মত রা‌তে ঘুমা‌তে যায়। সকাল বেলা প‌রিবা‌রের সদস‌্যরা ঝুলন্ত অবস্থায় মিতুর নিথর দেহ দেখ‌তে পায়। মিতু‌র নিথর দেহ নামা‌নো হ‌লে প‌রিবা‌রের সদস‌্য বুঝ‌তে পা‌রে মিতু মারা গে‌ছে। প‌রে পু‌লিশ‌কে খবর দি‌লে পু‌লিশ গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে সালথা থানায় নি‌য়ে আ‌সে। প্রাথ‌মিকভা‌বে মিতুর আত্মহত‌্যার কারন জানা যায়‌নি।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ব‌লেন, খবর পে‌য়ে আমার সঙ্গীয় ফোর্সসহ আ‌মি নি‌জে ঘটনাস্থ‌লে গিয়ে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আ‌সি। ময়না তদ‌ন্দের জন‌্য লাশ ফ‌রিদপুর ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইনগত ব‌্যাবস্থা নেয়াহবে।


এ ক্যটাগরির আরো খবর..