আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: উরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ^বিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিেিযাগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, জেলা পরিষদের সদস্য ও কলেজ গভর্নিংবডির সদস্য আঃ রব মোল্যা, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি খোন্দকার সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। তাই শেখ হাসিনা সরকার শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এসময় আরো বলেন, আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারীকরণ, শিক্ষাবৃত্তি, মিড ডে মিলসহ শিক্ষার আধুনিকায়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন। আজকের কোমলমতি ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত।