মহা বৈষ্ণব শ্রী রামকান্ত বৈড়াগীর লীলাভূমি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুখডোবা চান্দ্রা বাজার সংলগ্ন শিংগারকাটা গ্রামে শ্রীশ্রী শান্তিহরি-গুরুচাঁদ রামকান্ত বাসুদেব মন্দিরে গত শুক্রবার হরিনাম সংকীর্তন ঐতিহাসিক মতুয়া মহা-সন্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছ।
বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়ারত্ন প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস, শ্রীধাম ওড়াকান্দি, গোপালগঞ্জ।
প্রধান বক্তা ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের সভাপতি বাগ্মীপুরুষ হরপ্রসাদ বাগচী, মহাসচিব ডাঃ প্রনব কান্তি সরকার,আলোকিত মান্যবর অতিথি ছিলেন গদিসমাসিন ঠাকুর শ্রীপাঠ কাঁঠালিয়া ও সিনিয়র সহ সভাপতি বিশ্ব মতুয়া পরিষদের মতুয়াচার্য্য শ্রী গুরুদাস ঠাকুর । বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কৃষিবিদ বিপুল প্রিয় সিকদার।
বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় সিনেট কমিটির সদস্য ও শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন শ্রীধাম ওড়াকান্দি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস।
ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি শ্রী মনোজ হালদার, সাধারন সম্পাদক নিহার রঞ্জন সরকার, বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী), পটুয়াখালী জেলা কমিটির সভাপতি দিপক দাস, পটুয়াখালী সদর উপজেলা জেলা কমিটি সভাপতি রবীন রায়, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি প্রবীন হালদার, ঢাকা জেলা কমিটি সভাপতি দিলীপ সিকদার, বরিশাল মহানগর কমিটির সভাপতি মনোজ মিত্র, সাধারন সম্পাদক সঞ্জয় হাওলাদার, ঢাকা বিভাগীয় কমিটি প্রচার সম্পাদক সুব্রত রায়, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মিশন কেন্দ্রীয় কমিটি সিনেট সদস্য ও শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়র হীরেন সুজনের সঞ্চালনায় উপস্তিত ভক্তদের জোরালো দাবিতে সেখানে একটি পূর্নব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় এবং নুতন মন্দির নির্মান কাজের জন্য ভক্তরা স্বপ্রনদিত হয়ে অর্থ প্রদান করেন। অনুষ্ঠান শেষে সহাস্রাধীক ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।