বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের আগমনী দিনটিকে উদযাপন করছেন তারা।
বরিশাল: বরিশালে শুক্রবার সকাল থেকে খ্রিষ্ট ধর্মের অনুসারীরা, প্রার্থনার উদ্দেশ্যে গির্জাগুলোতে আসতে থাকেন। সবচেয়ে বড় প্রার্থনা হয় নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চে। চার্চের বিশপ, লরেন্স সুব্রত হাওলাদার এই প্রার্থনা পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা।
রংপুর: রংপুর সদর ব্যাপ্টিস্ট চার্চে, সকাল ৯টার দিকে, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর একে একে চলে বাইবেল পাঠ, প্রভুর বাণী প্রচার, দান উৎসর্গ ও সমাপনী প্রার্থনা। পরে সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস।