অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ ভারত থেকে আসাম কে আলাদা করাকে যে নিজের দায়িত্ব বলে জানিয়েছিল সারজিল ইমাম, এবার তাকে গ্রেফতার করাকে যোগী নিজের দায়িত্ব বলে ধরে নিয়েছে। ইমামকে খুঁজে পেলে তাকে কারো হাতে না দিয়ে সরাসরি উত্তরপ্রদেশে নিয়ে যেতে এ্যাকশন মুডে দেখা গেল যোগীর স্পেশাল টিমকে।
JNU থেকে এতদিন শুধুমাত্র ‘ভারত তেরে টুকরে হঙ্গে’ শ্লোগান শোনা যেত। তবে JNU এর ছাত্র সারজিল ইমাম যে ছাত্রদের নিয়ে ভারতকে ভাঙার পুরো পরিকল্পনা করে ফেলেছে তা সে নিজের মুখেই প্রকাশ করে ফেলেছে। সারজিল ইমাম ভিড়ের সামনে বলেছে ‘আমরা উত্তর-পূর্ব কে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারি। সম্পূর্ণভাবে না পারলেও আমরা কিছুদিনের জন্য আলাদা তো করতেই পারি। আসাম কে আলাদা করা এখন আমাদের দায়িত্ব। সারজিল ইমাম ভিড়কে উস্কানি দিয়ে বলেছিল আমরা ৫ লক্ষ লোক একত্র করতে পারলেই আসামকে একেবারের জন্য ভারত থেকে আলাদা করে দেব।
এই বক্তব্যের পরেই তিন রাজ্যের পুলিশ সারজিল ইমামকে গ্রেফতার করার তাগিদে মাঠে নেমে পড়েছে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও দেখা গিয়েছে একশন মুডে। সারজিল ইমামকে গ্রেফতার করার জন্য যোগী সরকারও তার শক্তি প্রয়োগ করতে শুরু করেছে। যোগীর কাজের সামনে বাধা হয়ে দাঁড়াবে এমন কোন দাপুটে মুখ্যমন্ত্রী অন্তত এই মুহুর্তে নেই।
ইতিমধ্যেই UP পুলিশের দুটি টিম দিল্লী পৌঁছে গেছে। ইমামের এর সন্ধানে যোগী পুলিশ তল্লাশি শুরু করেছে । ইমামকে খুঁজে পেলেই যোগী পুলিশ তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশে যোগীর সামনে হাজির করবে। ভারত ভাঙার জন্য যারা অশান্তি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তাদের উদ্দেশ্য করে গতকালই যোগী হুঁশিয়ারী দিয়ে বলেছিল, তারা যেন না ভাবে আমি তাদের গলায় ফুলের মালা দেব। এই সব উপদ্রপকারীদের উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো।
দেশজুড়ে NRC বা CAA নিয়ে যে বিরোধ চলছে তার পেছনে মূল একটা এজেন্ট প্রকাশ পেয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা ফ্যাসাদ করিয়ে উত্তরপূর্ব ভারতকে ভারত দেশ থেকে আলাদা করার একটা বড় ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। NRC,CAA এর বিরুদ্ধে বিরোধের সময় প্রদর্শণকারীদের হাতে জাতীয় পতাকা, মুখে জাতীয় সঙ্গীত দেখা গেছে ঠিকই। তবে শাহীন বাগ প্রদর্শনের মাস্টার মাইন্ড সারজিল ইমাম নিজের ভাষণেই সমস্থ ষড়যন্ত্র উগড়ে ফেলেছে। সারজিল ইমাম তার ভাষণে এই বিরোধিতার মূল উদেশ্য ও পরবর্তী টার্গেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। যার ফলে বিপাকে পড়েছে সমস্ত বিরোধীরা।