× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচন প্রস্তুতিতে মফিকুল হাসান তৃপ্তির আহ্বান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
সামাজিক সম্পর্ক জোরদার ও নির্বাচন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজ প্রাম ও দুর্গাপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ।
বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, বিএনপি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, শার্শা-যশোর ১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমে কাজ করছেন তারা। জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়াতে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠকের আয়োজন করা হবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন  ‘সহ তথ্য গবেষণা বিষয়ক  আতাউর রহমান আতা
পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু সহ-সভাপতি ইদ্রিস সহ-সভাপতি  আব্দার রহমান মালেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ  সংগঠন সম্পাদক আহাদ  পৌর বিএনপির অর্থ সম্পাদক সামাদ আলি আলী শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ  পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন পৌর যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..