× Banner
সর্বশেষ
যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -২ পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার

সাবেক দ্ইু এমপিসহ জামায়াতের ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ পল্লবী থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক দুই সংসদ সদস্যসহ গ্রেফতার ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে সোমবার তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

জামায়াতের ১৩ নেতাকর্মী হলেন— খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরোয়ার, রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কাফরুল থানা জামায়াত সভাপতি তসলিম আলম, আবুল কালাম আজাদ, মো. মুনসুর রহমান, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এবিএম নুরুউল্লাহ (মোহাম্মদউল্লাহ), মো. আবুল হাশেম, মো. সাব্বির, মজিবুর রহমান, হারুনুর রশিদ ও মো. আশরাফুল আলম ইকবাল। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১১ এর সি ব্লকের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পল্লবী থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি লাঠি ও ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর পল্লবী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর পল্লবী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..